বড় হয়ে সে যোগ দিতে চায় ভারতীয় সেনায়। শুধু তা-ই নয়, বাবার মৃত্যুর বদলাও নিতে চায়। পাক গোলায় নিহত বায়ুসেনার চিকিৎসকের মৃত্যুতে হুঙ্কার তাঁর কন্যার। শনিবার পাকিস্তানের ছোড়া গোলায় নিহত হয়েছেন রাজস্থানের ঝুনঝুনুর বাসিন্দা তথা বায়ুসেনার চিকিৎসক সুরেন্দ্র মোগা।
তাঁর কন্যা সংবাদমাধ্যমকে বলে, ‘‘শুক্রবার রাত ৯টাতেও বাবার সঙ্গে ফোনে কথা হয়েছিল। বাবা বলেছিল এখানে ড্রোন হামলা হচ্ছে। তবে আমরা সুরক্ষিত আছি। চিন্তা করার কিছু নেই।’’ রাত কেটে ভোরের আলো ফুটতেই ঝুনঝুনুতে সুরেন্দ্রর মৃত্যুসংবাদ আসে। রবিবার তাঁর দেহ ঝুনঝুনুর বাড়িতে পৌঁছেছে। বাবার কফিনবন্দি দেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়ে বছর এগারোর কন্যা বর্তিকা।
সে বলে, ‘‘আমিও বড় হয়ে সেনায় যেতে চাই। বাবা মৃত্যুর বদলা নেব। বেছে বেছে শত্রুদের মারব।’’ সুরেন্দ্রর মৃত্যুর খবরে তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, সুরেন্দ্রর তিন দিদি এবং এক ভাই রয়েছে। এ ছাড়াও তাঁর স্ত্রী, এক কন্যা এবং এক পুত্র রয়েছে। ২০১০ সালে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন সুরেন্দ্র।