অগ্নিপথ প্রকল্প ঘিরে যতই বিক্ষোভ-আন্দোলন হোক না কেন, অগ্নিবীর হওয়ার জন্য দেশের তরুণদের একাংশের মধ্যে উৎসাহের পারদ যে তুঙ্গে, তার আঁচ পাওয়া গেল ভারতীয় বায়ুসেনায় এই প্রকল্পের জন্য আবেদনকারীর সংখ্যা দেখে।
বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে নেওয়া হবে তিন হাজার জনকে। আর চাকরির নথিভুক্তি শুরুর তিন দিনের মধ্যেই ৫৬ হাজার ৯৬০টি আবেদনপত্র জমা পড়েছে। ভারতীয় বায়ুসেনার তরফেই টুইট করে এ খবর জানানো হয়েছে। অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় নিয়োগের প্রক্রিয়া শেষ হবে আগামী ৫ জুলাই।