স্ত্রী, পুত্র, কন্যা সহ রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা লালুপ্রসাদ যাদবের পরিবারের ৬ সদস্যের বেনামে রাখা ১২টি বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিস পাঠাল আয়কর দফতর।
নোটিস দেওয়া হয়েছে লালুর স্ত্রী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী, মেয়ে সাংসদ মিসা ভারতী, তাঁর স্বামী শৈলেশ কুমার যাদব, লালুর ছেলে বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে। বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিস পাঠানো হয়েছে লালুপ্রসাদের আরও দুই মেয়ে চন্দা ও রাগিনী যাদবকেও।
আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে, দিল্লি ও পটনায় লালুপ্রসাদের পরিবারের ওই ৬ সদস্যের বেনামে থাকা যে জমি, বাড়ি, প্লট বাজেয়াপ্ত করার নোটিস পাঠানো হয়েছে, বাজারে এখন তার দাম অন্তত ১৭০ থেকে ১৮০ কোটি টাকা। ওই বেনামি সম্পত্তিগুলির মধ্যে রয়েছে নিউ ফ্রেন্ডস কলোনির একটি বাংলো ও বিজওয়াসানের একটি ফার্ম হাউস।