Advertisement
০৭ মে ২০২৪
Uttar Pradesh

Independence Day 2022: স্বাধীনতা দিবসে উত্তরপ্রদেশে এ বার ছুটি নেই! খোলা থাকবে স্কুল, কলেজ, অফিস

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে নয়া কর্মসূচি নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশে খোলা থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়,অফিস।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ২২:২২
Share: Save:

স্বাধীনতা দিবসে উত্তরপ্রদেশে এ বার কোনও ছুটি নেই! এই প্রথম বার ১৫ অগস্ট উত্তরপ্রদেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকরি অফিস খোলা থাকবে। এমনকি, দোকানপাটও খোলা রাখা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এ বার বিশেষ ভাবে উদ্‌যাপন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রতিটি জেলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। মুখ্যসচিব ডিএস মিশ্র জানিয়েছেন, সাফাই অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, ‘‘স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যোগ রয়েছে, এমন এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্বাধীনতা দিবসের সপ্তাহে রোজই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। প্রত্যেককে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE