Advertisement
১২ অক্টোবর ২০২৪
national news

ভারতীয় সেনাদের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, টুইট অমিতাভ, অক্ষয় কুমার, হৃতিক রোশনের

অমিতাভ বচ্চন বুধবার নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর টুইটে লিখেছেন, “ওঁরা আমাদের দেশকে রক্ষা করতে আর আমাদের নিরাপদে রাখতে গিয়ে ওঁদের জীবন উৎসর্গ করেছেন। ভারতের সেনা অফিসার আর জওয়ানদের অভিবাদন জানাই। জয় হিন্দ।’’

ফাইল ছবি।

ফাইল ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৭ জুন ২০২০ ১২:০১
Share: Save:

পূর্ব লাদাখে চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ প্রায় গোটা বলিউডই। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার থেকে শুরু করে হৃতিক রোশন, ভিকি কৌশল, নেহা ধুপিয়া-সহ বলিউডের বহু তারকা একের পর টুইটে গভীর শোকপ্রকাশ করেছেন। শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন।

অমিতাভ বচ্চন বুধবার নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর টুইটে লিখেছেন, “ওঁরা আমাদের দেশকে রক্ষা করতে আর আমাদের নিরাপদে রাখতে গিয়ে ওঁদের জীবন উৎসর্গ করেছেন। ভারতের সেনা অফিসার আর জওয়ানদের অভিবাদন জানাই। জয় হিন্দ।’’

নিহত জওয়ানদের জন্য গভীর শোকপ্রকাশ করেছেন বলিউডের আর এক তারকা অক্ষয় কুমার। এ দিন তাঁর টুইটে অক্ষয় লিখেছেন, “ওই সাহসী যোদ্ধাদের জন্য আমি গভীর ভাবে শোকসন্তপ্ত। দেশের নিরাপত্তা রক্ষায় তাঁদের অবদানের ঋণ কখনওই পরিশোধ করা যাবে না। ওঁদের পরিবারকে গভীর সমবেদনা জানাই।’’

নিহত ভারতীয় জওয়ানদের জন্য গভীর দুঃখপ্রকাশ প্রকাশ করেছেন বলিউডের তারকা হৃতিক রোশনও। হৃতিক তাঁর টুইটে লিখেছেন, “লাদাখে ভারতীয় জওয়ানদের মৃত্যু ও অশান্তির ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত। বুক চিতিয়ে লড়াই করে চলেছেন আমাদের জওয়ানরা। দেশকে রক্ষা করতে গিয়ে যাঁরা শহিদ হলেন, তাঁদের প্রতি রইল আমার গভীরতম শ্রদ্ধা। ওঁদের পরিবারকে গভীর সমবেদনা জানাই।’’

টুইট করে গভীর শোকপ্রকাশ করেছেন ভিকি কৌশলের মতো বলিউডের বেশ কয়েক জন করুণ তারকাও। বুধবার ভিকি তাঁর টুইটে লিখেছেন, “গালওয়ান উপত্যকায় যাঁরা শত্রু পক্ষের বিরুদ্ধে কঠিন লড়াই চালালেন, দেশের সম্মান রক্ষায় যাঁরা জীবন উৎসর্গ করলেন, সেই সাহসী ভারতীয় জওয়ানদের আমি অভিবাদন জানাচ্ছি। ওঁদের পরিবারকে গভীর সমবেদনা জানাই। জয় হিন্দ।’’

আরও পড়ুন- হোঁচট খেলে হাত টেনে ধরার লোক পায়নি সুশান্ত, লিখলেন সুজিত সরকার

আরও পড়ুন- ‘আমি যদি তোমার ভেঙে যাওয়া মনটাকে জোড়া দিতে পারতাম... ’

এ ছাড়াও টুইট করে গভীর শোকপ্রকাশ করেছেন ইয়ামি গৌতম,নেহা ধুপিয়া-সহ বলিউডের আরও অনেক তরুণ তারকা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE