Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Supreme Court

মিলল রাষ্ট্রপতির সম্মতি, প্রথম মহিলা প্রধান বিচারপতি পাওয়ার পথে আরও এক পা এগলো দেশ

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বাকি সদস্যরা হলেন বিচারপতি ইউ ইউ ললিত, এ এম খানউইলকর, ডি ওয়াই চন্দ্রচূড় এবং এল নাগেশ্বর।

২০২৭ সালে প্রথম মহিলা প্রধান বিচারপতি পেতে পারে দেশ।

২০২৭ সালে প্রথম মহিলা প্রধান বিচারপতি পেতে পারে দেশ। ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৩:৪১
Share: Save:

প্রথম মহিলা প্রধান বিচারপতি পাওয়ার দিকে আরও এক কদম এগলো দেশ। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের পাঠানো ন’টি নামের তালিকায় কেন্দ্রের সম্মতির পর এ বার সিলমোহর পড়ল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। কলেজিয়ামের পাঠানো নামের তালিকায় ৩ জন মহিলা বিচারপতির নাম রয়েছে। আগামী ৩১ অগস্ট শপথ নিতে পারেন বিচারপতিরা।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম ভি রামানার নেতৃত্বাধীন কলেজিয়াম যে ন’টি নাম সুপারিশ করেছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর্নাটক হাই কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না। সব কিছু ঠিকঠাক চললে ২০২৭ সালে তিনিই হতে পারেন দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট কলেজিয়ামে অন্য বিচারপতিরা হলেন বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এল নাগেশ্বর। কলেজিয়ামের তৈরি করা তালিকায় নাম রয়েছেন কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতি এ এস ওকা, গুজরাত হাই কোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ, সিকিমের প্রধান বিচারপতি জে কে মাহেশ্বরী, তেলঙ্গানা হাই কোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলী, বিচারপতি নাগরত্না, কেরল হাই কোর্টের বিচারপতি সি টি রবিকুমার, মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ, গুজরাত হাই কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী পি এস নরসিংহ।

এই প্রথম কলেজিয়ামের তৈরি তালিকায় তিন জন মহিলা বিচারপতির নাম রয়েছে। সবচেয়ে তাত্পর্যপূর্ণ হল, আগামী দিনে এই তালিকা থেকেই প্রথম মহিলা প্রধান বিচারপতি পেতে পারে দেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court CJI President of India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE