চন্দননগরের বাঙালি পরিবারের রুশ বৌমার মামলায় বিদেশ মন্ত্রক দিল্লির রাশিয়ার দূতাবাসকে অনুরোধ জানাল, দূতাবাসের যে আধিকারিকেরা ভিক্টোরিয়া জিগালিনাকে শিশুপুত্র সমেত ভারত ছেড়ে পালাতে সাহায্য করেছিলেন, তাঁদের কূটনৈতিক রক্ষাকবচ প্রত্যাহার করা হোক।
জানা গিয়েছে, এই রক্ষাকবচ প্রত্যাহার করা হলে দিল্লি পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। ভিক্টোরিয়া এবং তাঁর ভারতীয় নাগরিক শিশুপুত্রকে যে রাশিয়ার পাসপোর্ট দেওয়া হয়েছিল, সেই তথ্যও তারা চেয়েছে বলে সুপ্রিম কোর্টে হলফনামায় জানিয়েছে মন্ত্রক।
ভিক্টোরিয়ার স্বামী সৈকত বসু সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার তাঁদের শিশুপুত্রকে ফেরাতে টাস্ক ফোর্স গঠন করুক। তাঁর দাবি, দূতাবাসের যে সব কর্মী ভিক্টোরিয়াকে সাহায্য করেছিলেন, তাঁরা কনসুলার অফিসার। তাঁদের কূটনৈতিক রক্ষাকবচ নেই। ২৮ নভেম্বর শুনানি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)