ভারতীয় স্থলসেনা এবং বায়ুসেনার জন্য ১৬টি নতুন ড্রোন বিধ্বংসী লেজ়ার অস্ত্র পাবে ভারতীয় সেনা। সৌজন্যে, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (‘ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন’ বা ডিআরডিও)।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী পর্যায়ে শত্রুপক্ষের ড্রোনের আকাশসীমা লঙ্ঘন রুখতে একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। তারই অন্যতম, দেশীয় প্রযুক্তিতে তৈরি লেজার-নির্ভর ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’। প্রথম পর্যায়ে ১৬টি ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’ দেওয়া হবে সেনা এবং বায়ুসেনাকে। ডিআরডিওর ‘সেন্টার ফর হাই এনার্জি সিস্টেমস অ্যান্ড সায়েন্সেস’ (সিএইচইএসএস)-এর তৈরি এই ড্রোন বিধ্বংসী ব্যবস্থার চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার পালা ইতিমধ্যেই শেষ হয়েছে।
আরও পড়ুন:
‘ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম (মার্ক ২)’ নামে পরিচিত এই ড্রোন বিধংবসী ব্যবস্থাকে সামরিক পরিভাষায় ‘ডিরেক্ট এনার্জি ওয়েপন সিস্টেম’ (ডিইডব্লিউ) বলা হয়। এটি ১০ কিলোওয়াট লেজার রশ্মি ব্যবহার করে। এর পাল্লা দু’কিলোমিটার। এর আগে ভারতীয় সেনাকে এক কিলোমিটার পাল্লার লেজার নিয়ন্ত্রিত ড্রোন বিধ্বংসী ব্যবস্থা দিয়েছিল ডিআরডিও। ডিআরডিও-র একটি সূত্র জানাচ্ছে, ডিইডব্লিউ-র পরবর্তী ধাপে একটি ৩০ কিলোওয়াট ‘অ্যান্টি-ড্রোন লেজার সিস্টেম’-এর পরীক্ষা চলছে। এই সেটি ৫ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম।