Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ অক্টোবর ২০২১ ই-পেপার

৯০ বছর বয়সেও জিমে কসরত বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শালের!

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ৩১ অক্টোবর ২০১৯ ১৫:২৭
৯০ বছর বয়সেও জিমে কসরত। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

৯০ বছর বয়সেও জিমে কসরত। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ফিটনেস ও নিয়মানুবর্তিতার জন্য সেনাবাহিনীর অফিসারদের সুনাম আছে। বায়ুসেনার কাজ থেকে দীর্ঘদিন অবসর নেওয়ার পরও একজন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল নিজেকে ফিট রাখার জন্য প্রতিদিন যে কসরত করেন সেই ভিডিয়ো বুধবার আপলোড করা হয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল পিভি আয়ার। ৩০ অক্টোবর তাঁর বয়স ৯০ হল। জন্মদিনে তাঁকে সম্মান জানাতেই জিমে কসরতের সেই ভিডিয়ো আপলোড করা হয়েছে নিজেকে ফিট রাখার জন্য এই বয়সেও তাঁর কসরতে সম্মান জানাতে জন্মদিনে ওই ভিডিয়োটি আপলোড করা হয়েছে।

সেই ভিডিয়োতে আয়ারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফে লেখা হয়েছে, ‘এয়ার মার্শালের উদ্যম দেখে আমরা উৎসাহিত। বয়স যে শুধুই একটা সংখ্যা সেটা আপনি প্রমাণ করলেন।’ দেখুন সেই ভিডিয়ো-

Advertisement


আরও পড়ুন

Advertisement