মনে করুন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান-এর গ্রাফিক চরিত্র আপনার স্মার্ট ফোনটিতে একা হাতে শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করছে , বা ধরুন বালাকোটের এয়ার স্ট্রাইকের মত গুরুত্বপূর্ণ ঘটনা আপনি একা হাতে ভার্চুয়াল জগতে সামলাচ্ছেন! না না, কল্পনা নয়। ঘোর বাস্তব ( পড়ুন ঘোর ভার্চুয়াল)। ভারতীয় বায়ু সেনা বাজারে নিয়ে এল তাঁদের নতুন ভিডিও গেম ‘ ইন্ডিয়ান এয়ার ফোর্স, এ কাট এবাভ’।
আপাতত ‘সিঙ্গল প্লেয়ার মোড’- এ এই গেম খেলা গেলেও খুব তাড়াতাড়ি যে ‘মাল্টি প্লেয়ার মোড’ তাও জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে এই গেমটিকে আরও উন্নতমানের করার জন্য ‘থ্রেইয়ি’ নামক ‘গেম ডেভেলপমেন্ট স্টুডিও’ –এর উপর যাবতীয় দায়দায়িত্ব দেওয়া হয়েছে।