৩৫০? ৪০০? ৩৫?
পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার অভিযানের পরে গত প্রায় এক সপ্তাহ ধরে জঙ্গিমৃত্যুর যে ক’টি সংখ্যা এ পর্যন্ত সামনে এসেছে, সবই ‘সূত্রের দাবি’! নানা সূত্রের নানা দাবি নিয়ে তাই জল্পনাও বেড়েছে। এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী এসএস অহলুওয়ালিয়া বলেছেন, বায়ুসেনা হামলায় ৩৫০ জঙ্গি মারার কথা সরকারের কেউ বলেননি। আর কোনও প্রাণহানিও হয়নি। কারণ জঙ্গি ঘাঁটির সামনে ফাঁকা জায়গায় বোমা ফেলে পাকিস্তানকে শুধু বার্তা দেওয়া হয়েছিল। ফলে ধন্দ আরও বেড়েছে। এ বারে ‘জানা’ গেল, ২৫০-র বেশি জঙ্গি মারা গিয়েছে বায়ুসেনার হামলায়। যে সে ব্যক্তি নন, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নিজেই রবিবার আমদাবাদে জানালেন বায়ুসেনার হামলায় নিহত জঙ্গির সংখ্যাটা। তাঁর কথায়, ‘‘পুলওয়ামায় হামলার পরে সবাই ভেবেছিল, এই সময় সার্জিকাল স্ট্রাইক করা যাবে না। এ বারে কী হবে? তখনই মোদী সরকার ১৩ দিনের মাথায় বায়ুসেনার অভিযান চালিয়ে ২৫০-র বেশি জঙ্গিকে মেরেছে।’’
অমিত শাহ এমন দিনে এই সংখ্যাটা জানালেন, যার পরের দিন নিজের রাজ্য গুজরাতে যাচ্ছেন মোদী। তাঁকে স্বাগত জানাতে রাজ্য জুড়ে যে পোস্টার পড়েছে, তাতে বন্দুক হাতে মোদীর ছবির পাশে লেখা, ‘না ঝুঁকব, না থামব। রক্ততিলক পরে গুলির আরতি করব।’