জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে জখম হলেন ভারতীয় সেনার এক জওয়ান। বাহিনী সূত্রে খবর, শনিবার কাশ্মীরের পুঞ্চ জেলায় দিগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি নজরদারি চালাচ্ছিলেন জওয়ানেরা। ওই সময়েই একটি ল্যান্ডমাইন ফেটে আহত হন জওয়ান। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানিদের অনুপ্রবেশ বন্ধ করতে নিয়ন্ত্রণরেখা বরাবর অঞ্চলে ল্যান্ডমাইন পুঁতে রাখা থাকে। বৃষ্টি বা অন্য কোনও কারণে মাটি সরে গেলে এই ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। শনিবারও তেমনই কিছু ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ওই জওয়ানকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পহেলগাঁও কাণ্ড এবং তার পরে ‘অপারেশন সিঁদুরের’ পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হয়েছে। দু’দেশের মধ্যে চার দিন ধরে সামরিক সংঘাত চলেছে। পরে সংঘর্ষবিরতি হলেও ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখায় নজরদারি আরও বৃদ্ধি করেছে ভারতীয় সেনা।
আরও পড়ুন:
অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গিদমন অভিযান দেখা গিয়েছে। গত মঙ্গলবার সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযানে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। তারা লশকরের সঙ্গে যুক্ত। এর পর বৃহস্পতিবার সকালেও পুলওয়ামা জেলার ত্রালে গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেই অভিযানে তিন জইশ জঙ্গি হত হয়েছেন। পরে কাশ্মীরের বাদগাম এলাকা থেকে গ্রেফতার হন তিন লশকর-সহযোগী। শনিবার সকালেই জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় বম্ব ডিসপোজ়াল স্কোয়াড অভিযান চালিয়েছে। সম্প্রতি পাক হানায় যে গোলাগুলি ফাটেনি, সেগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।