ভারত পাকিস্তান সংঘাতের পর প্রথম বার বিদেশ সফরে চিন যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এসসিও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে। তাৎপর্যপূর্ণ ভাবে আগামী ২৫ থেকে ২৭ জুন কিংদাও শহরে আয়োজিত ওই বৈঠকে তাঁর সঙ্গে একই মঞ্চে হাজির থাকবেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সফরটির তাৎপর্যেরআরও একটি মাত্রা হল গলওয়ানে ভারত-চিন সংঘাতের পর এই প্রথম চিন সফর রাজনাথের।
ভারতের পাশাপাশি এই বৈঠকে অংশ নেবেন, চিন, পাকিস্তান, রাশিয়া, ইরান, উজবেকিস্তান-সহ মোট ১০টি দেশের প্রতিরক্ষামন্ত্রী। ভারত-চিন সম্পর্ক, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ভারতের অবস্থান স্পষ্ট করতে কূটনৈতিক ভাবে এই সফরের গুরুত্ব যথেষ্ট বলেই মনে করা হচ্ছে। বৈঠকে রাশিয়া এবং চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পার্শ্ববৈঠকে মিলিত হবেন রাজনাথ। তবে খোয়াজা আসিফের সঙ্গে পৃথক ভাবে আলোচনায় কোনও প্রশ্নই নেই বলেই জানা গিয়েছে। মঞ্চে এই দুই নেতার মধ্যে সৌজন্য বিনিময় হয় কি না, সে দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।
চিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া কয়েক মাস ধরে শুরু হয়েছে, এই সফরে তাকেই এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে সরকারি সূত্রের খবর। দু’দেশের মধ্যে সড়াসড়ি উড়ান চালু করা, আন্তঃরাষ্ট্রীয়নদীর জলসংক্রান্ত তথ্য বিনিময় শুরু করা, ভিসা দেওয়ার ক্ষেত্রে সুবিধা বাড়ানোর মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে দু’দেশের নেতার। প্রসঙ্গত ‘অপারেশন সিঁদুরের’ পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত শুরু হয়, তাতে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছিল বেজিং। বিষয়টি আসন্ন বৈঠকে তুলতে পারেন প্রতিরক্ষামন্ত্রী।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)