Advertisement
২৭ এপ্রিল ২০২৪
COVID-19

অতিমারির ধাক্কা সামলে উঠছে ভারতীয় অর্থনীতি, দাবি আরবিআইয়ের

অর্থনীতি ঘুরে দাঁড়ানোর দাবি করলেও খুচরো পণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন শীর্ষ ব্যাঙ্ক। নভেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার খানিকটা কমে ৬.৯৩ শতাংশ হয়েছে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৫:৪৬
Share: Save:

অতিমারির ধাক্কা সামলে দ্রুত কাটিয়ে ওঠার সমস্ত লক্ষণই দেখা যাচ্ছে ভারতীয় অর্থনীতিতে। এমনটাই দাবি করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। দেশে আর্থিক অবস্থা নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে আরবিআই জানিয়েছে, এখনও কিছু বাধাবিপত্তি থাকলেও দ্রুত উন্নয়নের পথেই এগোচ্ছে ভারতীয় অর্থনীতি।

আরবিআইয়ের মতে, “নভেম্বরের মূল্যায়ন রিপোর্ট অনুযায়ী, ভারতীয় অর্থনীতি যে কোভিড-১৯-এর অতল গহ্বর থেকে নিজেকে টেনে তুলছে, এমন অসংখ্য প্রমাণ পাওয়া গিয়েছে। যে গতিতে দেশের অর্থনীতি এগোচ্ছে, তাতে অর্থনীতির উন্নয়ন নিয়ে বহু ভবিষ্যৎবাণীই ভুল প্রমাণিত হবে।” আরবিআইয়ের আশা, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকেই জিডিপি ধনাত্মক সংখ্যায় পৌঁছবে।

দেশ জুড়ে কোভিডের সংক্রমণ নিম্নগামী হওয়ায় জিডিপি-র উন্নতিতে প্রভাব পড়েছে বলেও দাবি শীর্ষ ব্যাঙ্কের। আরবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে, “সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই সংক্রমণের ঊর্ধ্বগতি কমিয়ে ফেলেছে ভারত। কয়েকটি স্থানীয় এলাকা ছাড়া সপ্তাহের পর সপ্তাহ দেশের সংক্রমণের হার কমেছে। সুস্থতার হারও প্রায় ৯৫ শতাংশ হয়েছে।” এই পরিস্থিতির সুফল অর্থনৈতিক ক্ষেত্রেও দেখা যাবে, তেমন আশাই করছে আরবিআই।

আরও পড়ুন: কৃষক আন্দোলন: বিদেশসচিবকে চিঠি আমেরিকার কংগ্রেস সদস্যদের

আরও পড়ুন: এক বার কার্যকর হতে দিন, কৃষকরা উপকৃত না হলে সংশোধন, কৃষি আইন নিয়ে আর্জি রাজনাথের


করোনা মোকাবিলায় লকডাউনের ফলে গাড়ি শিল্প এবং ক্যাপিটাল গুডস সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে নিকট ভবিষ্যতে এই ক্ষেত্রগুলি ঘুরে দাঁড়াবে বলে মনে করছে শীর্ষ ব্যাঙ্ক। স্বাস্থ্য পরিষেবা, তথ্য-প্রযুক্তি এবং ভোগ্যপণ্য সংস্থাগুলিও মুনাফার আশা করছে। পাশাপাশি, দেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে উৎপাদন এবং পরিষেবা সেক্টরের ক্ষমতাও কাজে আসবে। সেই সঙ্গে, মার্কেটিং-এ প্রভূত সংস্কারের ফলে দেশের সংস্থাগুলিও তাতে ফায়দা তুলতে পারবে বলে দাবি আরবিআইয়ের।

অর্থনীতি ঘুরে দাঁড়ানোর দাবি করলেও খুচরো পণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন শীর্ষ ব্যাঙ্ক। নভেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার খানিকটা কমে ৬.৯৩ শতাংশ হয়েছে। যা আরবিআইয়ের লক্ষ্যমাত্রা ২-৩ শতাংশের থেকে এখনও কয়েক যোজন দূরে। আরবিআইয়ের মতে, “সরবরাহ ব্যবস্থা আরও কার্যকরী করার পাশাপাশি উপভোক্তাদের উপর থেকে অপ্রত্যক্ষ করের বোঝা কমিয়ে মূল্যবৃদ্ধির চাপ কমানো যেতে পারে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE