ওয়াশিংটনে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের আগে সন্ত্রাস নিয়ে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
আজ ওয়াশিংটনে ওই বৈঠকের আগে বিদেশমন্ত্রী বলেন, ‘‘সন্ত্রাস নিয়ে আমাদের সাম্প্রতিক অভিজ্ঞতার ভিত্তিতে কিছু কথা বলা প্রয়োজন। বিশ্বকে সন্ত্রাস প্রসঙ্গে শূন্য সহনশীলতার নীতি নিয়ে চলতে হবে। সন্ত্রাসে মদতদাতা ও সন্ত্রাসের শিকারকে একই দৃষ্টিতে দেখা চলবে না। দেশবাসীকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার অধিকার ভারতের আছে। সেই অধিকার ভারত প্রয়োগও করবে। আমাদের আশা কোয়াডের অংশীদারেরাও সে কথা বুঝবে।’’
জয়শঙ্কর আরও বলেন, ভারত পরবর্তী কোয়াড শীর্ষ বৈঠকের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। তা নিয়েও বিদেশমন্ত্রীদের বৈঠকে আলোচনা হবে বলে জানান তিনি। বৈঠকের পরে সমাজমাধ্যমে বিদেশমন্ত্রী জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। তাঁর মতে, মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগর তৈরিই কোয়াডের উদ্দেশ্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)