এক ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার হল রাশিয়ায়। ১৯ দিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার একটি নদীবাঁধ থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। রাশিয়ার উফা শহরের ঘটনা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই ছাত্রের নাম অজিত সিংহ চৌধরি। তিনি রাজস্থানের অলওয়ারের লক্ষ্মণগড়ের কাফানওয়াড়া গ্রামে বাসিন্দা। ডাক্তারি পড়ার জন্য ২০২৩ সালে রাশিয়ার উফায় পাড়ি দিয়েছিলেন অজিত। সেখানেই একটি হস্টেলে থেকে পড়াশোনা করছিলেন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, গত ১৯ অক্টোবর হস্টেল বেরিয়ে দুধ কিনতে গিয়েছিলেন অজিত। তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। নদীর ধারে পোশাক উদ্ধার হলেও অজিতের কোনও হদিস পাওয়া যায়নি। বৃহস্পতিবার হোয়াইট নদীর সংলগ্ন বাঁধের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। রাশিয়ায় ভারতের দূতাবাস থেকে সরকারি ভাবে এই বিষয়ে কোনও বিবৃতি না দিলেও, সূত্রের খবর, তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, অজিতের পোশাক, ফোন এবং জুতো নদীর ধারে পাওয়া গিয়েছিল। জলের তোড়ে ভেসে গিয়েছিলেন, না কি অজিতের মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা স্পষ্ট হয়নি।
তৃতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছিলেন অজিত। তাঁর পরিবারের ২০ বিঘা জমি রয়েছে। তিন বিঘা জমি বিক্রি করে অজিতকে ডাক্তারি পড়াতে রাশিয়ায় পাঠিয়েছিল পরিবার।