১১ বছর আগে তৈরি হয়েছিল সংস্থা। নাম ‘ফ্রেশওয়ার্কস’। সফটওয়্যার নিয়ে কাজ করা এই সংস্থা সম্প্রতি নিউ ইয়র্কের শেয়ার বাজারে (ন্যাসড্যাক) আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) ছেড়েছে। আর তার পরেই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৩২ শতাংশ। যার ফলে লাফিয়ে বেড়ে যায় সংস্থার বাজারমূল্য। যার সুফল পেয়েছেন সংস্থার বেশির ভাগ কর্মচারী। এমনকি ৫০০-র বেশি কর্মী কোটিপতি হয়ে গিয়েছে রাতারাতি।
এই ঘটনার পরেই সংস্থার প্রতিষ্ঠাতা গিরীশ মাথ্রুবুথাম ও তাঁর সহযোগী শন কৃষ্ণস্বামী সংস্থার গ্রাহক, বিনিয়োগকারী, সহযোগী এবং সর্বোপরি কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। টুইট করে মাথ্রুবুথাম বলেন, ‘এত দিনে আমার স্বপ্ন সত্যি হয়েছে। এত অল্প সময়ে এই কৃতিত্বের জন্য গর্বিত। সংস্থাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সংস্থার সব গ্রাহক, বিনিয়োগকারী ও কর্মীদের ধন্যবাদ জানাই।’