Advertisement
২৫ এপ্রিল ২০২৪
COVID-19

সংক্রমণ রুখতে ২ মাস বদ্ধ জায়গায় জমায়েত নিষিদ্ধ করার প্রস্তাব কোভিড টাস্ক ফোর্সের

সব ধরনের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক জমায়েত বন্ধ রাখার প্রস্তাবও দিয়েছে ল্যানসেট কোভিড ১৯ কমিশনের ইন্ডিয়া টাস্ক ফোর্স।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৪:৩৮
Share: Save:

ভারতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার। এই অবস্থায় অন্তত ২ মাসের জন্য বদ্ধ জায়গায় সব ধরনের জমায়েত বন্ধ করার প্রস্তাব দিল ল্যানসেট কোভিড ১৯ কমিশনের ইন্ডিয়া টাস্ক ফোর্স। এ ভাবেই সংক্রমণে রাশ টানা সম্ভব বলে দাবি তাদের।

রিপোর্টে বলা হয়েছে, ‘আমরা চাইছি বদ্ধ জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হোক। অন্তত আগামী ২ মাসের জন্য কোথাও যেন ১০ জনের বেশি জমায়েত না হয়। আমার বিশ্বাস করি সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে এর বাইরে কোনও উপায় নেই’।

শুধু তাই নয়, সব ধরনের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক জমায়েত বন্ধ রাখার প্রস্তাবও করেছে তারা। এ রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। বিয়ে, সিনেমা হল ও খেলাধুলোর মতো ঘটনাও রয়েছে। যে সব জায়গায় ৫০ জনের বেশি জমায়েত হতে পারে সেখানেই এই নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছে।

এই রিপোর্টে প্রস্তাব করা হয়েছে, সম্প্রতি যে সব জায়গায় জমায়েত হয়েছে, সেখান থেকে ফেরা ব্যক্তিদের নজরে রাখা হোক। সম্প্রতি কুম্ভ মেলায় জমায়েত ঘিরে শুরু হয়েছে সমালোচনা। এই ধরনের জমায়েত থেকে অনেক দ্রুত সংক্রমণ ছড়ানোর আশঙ্কার কথা জানিয়েছে তারা।

এ ছাড়া করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো, আক্রান্তদের উৎস খোঁজা, তাঁদের নিভৃতবাসে রাখা, টিকাকরণের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে ল্যানসেট কোভিড ১৯ কমিশনের ইন্ডিয়া টাস্ক ফোর্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lancet Journal Task Force COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE