বিয়ের জন্য আমেরিকায় গিয়েছিলেন। কিন্তু তার পরই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান এক ভারতীয় তরুণী। পুলিশ সূত্রে খবর, নিখোঁজ হওয়া ওই তরুণীর নাম সিমরন।
জানা গিয়েছে, গত ২০ জুন নিউ জার্সি পৌঁছোন সিমরন। তার পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বাড়ির লোকেরা। উদ্বিগ্ন পরিবার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে লিন্ডেওয়াল্ড থানা। পুলিশ সূত্রে খবর, গত বুধবার নিখোঁজ ডায়েরি হয়। সিমরনের নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বিয়ের জন্য আমেরিকায় আসেছিলেন সিমরন। তবে মার্কিন মুলুকে তাঁর কোনও আত্মীয় নেই বলেও জানতে পেরেছে পুলিশ। শুধু তা-ই নয়, সিমরন ইংরাজিতে কথাও বলতে পারেন না। লিন্ডেওয়াল্ড পুলিশ জানিয়েছে, সিমরনকে শেষ বার যখন দেখা গিয়েছে, তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিউ জার্সিতে অবতরণের পর কোন দিকে গিয়েছেন, কোনও গাড়িতে উঠেছিলেন কিনা বা তাঁর সঙ্গে কাউকে দেখা গিয়েছে কিনা, সেই দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। বিয়েটা কোনও ফাঁদ ছিল কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।