E-Paper

চাবাহারে বিনিয়োগ দিল্লির

ভারত ইতিমধ্যেই বন্দরের বিভিন্ন সরঞ্জামের জন্য ২.৪ কোটি ডলার দিয়েছে, যাতে বন্দর উন্নয়ন করা যায়। এই সরঞ্জামগুলির যেটুকুবাকি রয়েছে, সেগুলি সরবরাহকরা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ০৬:১১

— প্রতীকী চিত্র।

তালিবান ক্ষমতায় আসার প্রায় তিনবছর পর চলতি মাসে বিদেশমন্ত্রকের আফগানিস্তান (এবং পাকিস্তান ও ইরান) বিষয়ক যুগ্ম সচিব জে পি সিংহের নেতৃত্বের একটি উচ্চপদস্থ সরকারি প্রতিনিধি দল কাবুলে গিয়েছিল। সেখানে দলটি তালিবানের কার্যনির্বাহী প্রতিরক্ষা বিষয়কমন্ত্রী মহম্মদ ইয়াকুবের সঙ্গে বৈঠক করে। আলোচনার মুখ্য বিষয় ছিল চাবাহার বন্দরকে কাজে লাগানো।

এর পর গত কাল রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, এই বন্দরকে কার্যকরী করতে যৎপরোনাস্তি বিনিয়োগ এবং সহায়তা চালিয়ে যাচ্ছে ভারত। বলা হয়েছে, ভারত ইতিমধ্যেই বন্দরের বিভিন্ন সরঞ্জামের জন্য ২.৪ কোটি ডলার দিয়েছে, যাতে বন্দর উন্নয়ন করা যায়। এই সরঞ্জামগুলির যেটুকু বাকি রয়েছে, সেগুলি সরবরাহ করা হচ্ছে। জানানো হয়েছে, এই প্রকল্পের জন্য ২৫ কোটি ডলার, নাম মাত্র সুদে ঋণের ঘোষণা করেছে নয়াদিল্লি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Chabahar Port Central Government Investment

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy