মুম্বইয়ে দুর্ঘটনার কবলে পড়ল ইন্ডিগোর একটি বিমান। অবতরণ করতে গিয়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল। রানওয়েতে ঘষটে যায় বিমানের পিছনের অংশ। যদিও শেষ পর্যন্ত বড়সড় ক্ষতি হয়নি। কোনও ক্রমে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি।
শনিবার সকালে ব্যাঙ্কক থেকে আসা ইন্ডিগোর ওই বিমানটি মুম্বইয়ে অবতরণ করার সময়েই ঘটনাটি ঘটে। সেই সময় ভারী বৃষ্টি হতে থাকায় বিমান খানিক নীচ দিয়েই যাচ্ছিল। সেই অবস্থাতেই অবতরণ করতে গিয়ে বিপত্তি বাধে। রানওয়েতে ঘষটে যায় বিমানের পিছনের অংশ।
আরও পড়ুন:
যদিও শেষ পর্যন্ত পরিস্থিতি সামলে নেন চালক। ইন্ডিগোর এক মুখপাত্র বলেন, ‘‘বড়সড় কিছু হয়নি। পরে চালক অন্য পদ্ধতিতে বিমানটি অবতরণ করিয়েছেন। নিয়ম মেনে বিমানটি এ বার ভাল ভাবে পরীক্ষা করা হবে। সব কিছু ঠিক থাকলে তবেই ওড়ার ছাড়পত্র দেওয়া হবে।’’
এই নিয়ে গত দু’বছরে সাত বার একই ঘটনা ঘটল ইন্ডিগোর বিমানে। বিষয়টি নিয়ে এর আগে প্রশ্নও তুলেছিল দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)। ইন্ডিগোকে ৩০ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল ২০২৩ সালে।