যে দিকে দু’চোখ যায়, শুধু বরফ আর বরফ। এখানে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। সেই প্রবল ঠান্ডায় ১১ হাজার ফুট উচ্চতায় স্কি করছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি)! উত্তরাখণ্ডের অউলিতে বরফের কোলে আইটিবিপি ‘হিমবীর’- এর সাধারণতন্ত্র দিবস উদযাপনের ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে।
আইটিবিপি-র একাধিক ভাইরাল ভিডিয়োর মধ্যে একটিতে দেখা যাচ্ছে সাদা বরফে ডাকা অউলিতে কালো পোশাকে স্কি করছেন জওয়ানরা। হাতে রয়েছে জাতীয় পতাকা।
#WATCH Indo-Tibetan Border Police 'Himveers' celebrate the 73rd Republic Day at 11,000 feet in minus 20 degrees Celsius at Auli in Uttarakhand pic.twitter.com/1nhbrOWSp3
— ANI (@ANI) January 26, 2022
आईटीबीपी के हिमवीरों का राष्ट्र को नमन
— ITBP (@ITBP_official) January 26, 2022
Happy Republic Day from #Himveers of ITBP
From #Ladakh#RepublicDay2022 #RepublicDay #गणतंत्रदिवस pic.twitter.com/bS1A8pnPlH
আরেক ভিডিয়োয় দেখা যাচ্ছে, আইটিবিপি জওয়ানরা কুচকাওয়াজ করছেন বরফে ঘেরা লাদাখে। ৭৩তম সাধারণতন্ত্র দিবসের সকালে এই দুই ভিডিয়ো কার্যত ভাইরাল হয়েছে টুইটারে।
এ দিকে ৭৩তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা জানিয়েছেন। টুইটার হ্যান্ডল থেকে মোদী লেখেন, ‘সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’