১১ হাজার ফুট উচ্চতায় স্কী আইটিবিপি জওয়ানদের। ছবি: সোশ্যাল মিডিয়া
যে দিকে দু’চোখ যায়, শুধু বরফ আর বরফ। এখানে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। সেই প্রবল ঠান্ডায় ১১ হাজার ফুট উচ্চতায় স্কি করছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি)! উত্তরাখণ্ডের অউলিতে বরফের কোলে আইটিবিপি ‘হিমবীর’- এর সাধারণতন্ত্র দিবস উদযাপনের ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে।
আইটিবিপি-র একাধিক ভাইরাল ভিডিয়োর মধ্যে একটিতে দেখা যাচ্ছে সাদা বরফে ডাকা অউলিতে কালো পোশাকে স্কি করছেন জওয়ানরা। হাতে রয়েছে জাতীয় পতাকা।
#WATCH Indo-Tibetan Border Police 'Himveers' celebrate the 73rd Republic Day at 11,000 feet in minus 20 degrees Celsius at Auli in Uttarakhand pic.twitter.com/1nhbrOWSp3
— ANI (@ANI) January 26, 2022
आईटीबीपी के हिमवीरों का राष्ट्र को नमन
— ITBP (@ITBP_official) January 26, 2022
Happy Republic Day from #Himveers of ITBP
From #Ladakh#RepublicDay2022 #RepublicDay #गणतंत्रदिवस pic.twitter.com/bS1A8pnPlH
আরেক ভিডিয়োয় দেখা যাচ্ছে, আইটিবিপি জওয়ানরা কুচকাওয়াজ করছেন বরফে ঘেরা লাদাখে। ৭৩তম সাধারণতন্ত্র দিবসের সকালে এই দুই ভিডিয়ো কার্যত ভাইরাল হয়েছে টুইটারে।
এ দিকে ৭৩তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা জানিয়েছেন। টুইটার হ্যান্ডল থেকে মোদী লেখেন, ‘সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy