Advertisement
E-Paper

‘পাকিস্তানের ঘুম উড়িয়ে দেয় আইএনএস বিক্রান্ত’! নৌসেনার সঙ্গে গোয়ায় দীপাবলি উদ্‌যাপন মোদীর, বার্তা আত্মনির্ভরতার

‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছিল স্বদেশি রণতরী আইএনএস বিক্রান্ত! নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছিল ‘ব্রহ্মস’ এবং ‘আকাশ’-এর মতো ক্ষেপণাস্ত্রগুলিও। দীপাবলির সকালে গোয়ায় আইএনএস বিক্রান্তে বসে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১২:০৭
সোমবার সকালে আইএনএস বিক্রান্ত থেকে বার্তা নরেন্দ্র মোদীর।

সোমবার সকালে আইএনএস বিক্রান্ত থেকে বার্তা নরেন্দ্র মোদীর। ছবি: পিটিআই।

‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছিল স্বদেশি রণতরী আইএনএস বিক্রান্ত! নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছিল ‘ব্রহ্মস’ এবং ‘আকাশ’-এর মতো ক্ষেপণাস্ত্রগুলিও। দীপাবলির সকালে গোয়ায় আইএনএস বিক্রান্তে বসে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রতি বছরের মতো এ বছরও ভারতের সশস্ত্রবাহিনীর সঙ্গে দীপাবলি পালন করছেন প্রধানমন্ত্রী। এ বারের দীপাবলির সকালটা ভারতীয় নৌসেনার সঙ্গে কাটাতে রবিবার রাতেই তিনি গোয়া ও কারওয়ারের উপকূলে দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে পৌঁছে গিয়েছিলেন। বিশেষ এই অনুষ্ঠানের জন্য সোমবার সকালে সেনার পোশাকেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। সঙ্গে ভারতের তিন সশস্ত্র বাহিনীকে আত্মনির্ভরতার বার্তাও দিয়েছেন তিনি।

মোদী বলেন, ‘‘আজ থেকে মাত্র কয়েক মাস আগে আইএনএস বিক্রান্ত-এর নাম শুনেই গোটা পাকিস্তানের রাতের ঘুম উড়ে গিয়েছিল! মহাসাগরের বুক চিরে এগোনো স্বদেশি এই রণতরী ভারতীয় সশস্ত্রবাহিনীর শক্তির প্রতীক, যার নাম শুনেই শত্রুরা ভয়ে কাঁপে।’’ প্রধানমন্ত্রীর কথায়, আইএনএস বিক্রান্ত যে দিন থেকে ভারতীয় নৌসেনার হাতে এসেছে, সে দিন থেকেই নতুন বল পেয়েছে তারা। শুধু তা-ই নয়, আত্মনির্ভর ভারত এবং মেড ইন ইন্ডিয়ার প্রতীকও হয়ে উঠেছে এই রণতরী।

পাশাপাশি, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর কথা মনে করিয়ে দিয়ে মোদী বলেন, ‘‘ভারতের তিন সশস্ত্রবাহিনীর সমন্বিত শক্তিই সে সময় পাকিস্তানকে নতজানু হতে বাধ্য করেছিল। ব্রহ্মস এবং আকাশের মতো ক্ষেপণাস্ত্রগুলিও অপারেশন সিঁদুরের সময় নিজের ক্ষমতা প্রদর্শন করেছিল।’’ প্রসঙ্গত, ‘ব্রহ্মস’ও ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার সুপারসনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্র। পহেলগাঁও হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে গত মে মাসে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নির্দিষ্ট কিছু জঙ্গিঘাঁটি লক্ষ্য করে যে আক্রমণ চালিয়েছিল ভারত, তাতে নিজের ক্ষমতা দেখিয়েছিল ব্রহ্মস।

মোদী বলেন, ‘‘সেনার আত্মনির্ভর হওয়া প্রয়োজন। বীর জওয়ানেরাও এই দেশের মাটিতেই জন্মেছেন। যে দিন আমাদের সমস্ত অস্ত্র, যানও দেশের মাটিতে তৈরি হবে, তখনই সেনা আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাবে।’’ তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এখন সশস্ত্রবাহিনীর বেশির ভাগ প্রয়োজনীয় জিনিসপত্র ভারতেই তৈরি হয়। গত ১১ বছরে প্রতিরক্ষা খাতে উৎপাদন ৩০ শতাংশেরও বেশি বেড়েছে। প্রতি ৪০ দিনে একটি করে যুদ্ধজাহাজ কিংবা সাবমেরিন ভারতীয় নৌসেনায় যোগদান করছে। মোদীর দাবি, এই হারে চলতে থাকলে অচিরেই বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা রফতানিকারকদের অন্যতম হয়ে উঠবে ভারত।

PM Narendra Modi INS Vikrant Operation Sindoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy