Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Jallianwala Bagh

Jallianwala Bagh: সংস্কার শেষে নতুন রূপে জালিয়ানওয়ালা বাগ

নতুন করে তৈরি হয়েছে এখানকার শহিদ কুয়ো। নতুন চেহারা পেয়েছে জাদুঘরটিও। সংযোজিত হয়েছে চারটি নতুন গ্যালারি।

নতুন করে তৈরি হয়েছে এখানকার শহিদ কুয়ো।

নতুন করে তৈরি হয়েছে এখানকার শহিদ কুয়ো। ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২১ ০৭:০৩
Share: Save:

সংস্কারের পর জালিয়ানওয়ালা বাগ স্মারক চত্বরকে নবরূপে জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নতুন করে তৈরি হয়েছে এখানকার শহিদ কুয়ো। নতুন চেহারা পেয়েছে জাদুঘরটিও। সংযোজিত হয়েছে চারটি নতুন গ্যালারি। শনিবার সন্ধেয় ভার্চুয়াল মাধ্যমে হওয়া উৎসর্গ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯১৯-এর ১৩ এপ্রিলের সেই ভয়াবহ ১০ মিনিটের স্মৃতি ভোলার নয়। ওই ঘটনার জন্যই দেশ আজ স্বাধীনতার অমৃত মহোৎসব উদ্‌যাপন করতে পারছে। অহিংস জমায়েতের উপরে ব্রিটিশের নির্বিচার গুলিতে সে দিন এক হাজারেরও বেশি মানুষ
মারা গিয়েছিলেন।

মোদীর কথায় “এই জালিয়ানওয়ালা বাগই সর্দার উধম সিংহ, সর্দার ভগৎ সিংহের মতো অগণিত বিপ্লবীকে দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদানে উদ্বুদ্ধ করেছিল। দেশের ইতিহাসের ভয়াবহ অংশগুলি ভুলে যাওয়া উচিত নয়। সে কারণেই প্রতি বছর ১৪ অগস্ট দিনটিকে দেশভাগের আতঙ্ককে স্মরণের সিদ্ধান্ত নিয়েছে দেশ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jallianwala Bagh Renovation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE