Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নীতীশ-প্রশান্ত বৈঠক, মতবদল জেডিইউয়ের

এনডিএ-র শরিক দল জেডিইউ এই বিল নিয়ে গোড়া থেকেই দোলাচলে ভুগেছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ০১:৩৬
Share: Save:

রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিলটি নিয়ে ভোটাভুটির আগে তাঁর বক্তৃতায় জেডিইউ এবং বিজেডি-র সাংসদদের বিলটির বিরুদ্ধে ভোট দেওয়ার অনুরোধ করেছিলেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন।

সে দিন তৃণমূলের ডাকে সাড়া দেয়নি বিহার এবং ওড়িশার শাসক দল। কিন্তু গত কাল জেডিইউয়ের সহ- সভাপতি তথা তৃণমূলের নির্বাচনী কৌশলের দায়িত্বে থাকা প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের পরে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জেডিইউ এনআরসি এবং নাগরিকত্ব আইনকে বিপজ্জনক বলে মনে করে। দলের জাতীয় মুখপাত্র কে সি ত্যাগী এবং প্রশান্ত কিশোর যা বলেছেন, তার মর্মার্থ, ‘যদি এনআরসি না থাকত তা হলে নাগরিকত্ব আইনকে মেনে নেওয়া যেত। কিন্তু এই দু’টিকে জুড়ে দেওয়া হলে তা চরম বৈষম্যমূলক বলেই মনে করেন নীতীশ কুমার।’

তৃণমূল নেতৃত্বের দাবি, এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মধ্যে ‘হাইফেনটিকে’ শনাক্ত করে সংসদের ভিতরে ও বাইরে বিরোধিতা করার প্রথম কৌশলটি নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে সংসদে বিভিন্ন বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় করেছেন তৃণমূলের সংসদীয় নেতারা।

আরও পড়ুন: বিক্ষোভ সামলে প্রশংসিত অফিসার

এনডিএ-র শরিক দল জেডিইউ এই বিল নিয়ে গোড়া থেকেই দোলাচলে ভুগেছে। এই বিলটি পর্যালোচনার জন্য তৈরি হওয়া সিলেক্ট কমিটিতে বিষয়টি নিয়ে আপত্তিসূচক নোট দেয় তারা। আবার আলোচনার সময়ে তাদের সাংসদেরা বিরোধিতা করলেও ভোটাভুটির সময়ে সমর্থনই করেন। বিলটি সংসদের দুই কক্ষে পাশ হয়ে যাওয়ার পর পটনা গিয়ে নীতীশের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রশান্ত কিশোর। এর আগে নাগরিক সংশোধনী বিলে দলের নেতারা সমর্থন জানানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। জানান, মোহনদাস কর্মচন্দ গাঁধীর আদর্শে বিশ্বাসী দলের নেতাদের এই সিদ্ধান্তে তিনি হতাশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CAA Nitish Kumar Prashant Kishor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE