তাঁদের পরিবারে নতুন সদস্য আসবে, বিষয়টি নিয়ে পটেল এবং গোস্বামী দুই পরিবারের খুশির হাওয়া বইছিল। ১২ জুনের পর থেকে দুই পরিবার থেকে খুশির হাওয়া উবে গিয়ে শোকের আবহ। কারণ, অহমদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, সেই বিমানেই ছিলেন পটেল এবং গোস্বামীর পরিবারের দুই সন্তান, তথা স্বামী-স্ত্রী।
পটেল পরিবারের ছেলে বৈভবের সঙ্গে বিয়ে হয়েছিল গোস্বামী পরিবারের জিনালের। জিনাল সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মেয়েকে সাধ দেওয়ার আয়োজন করেছিল গোস্বামী পরিবার। বৈভব এবং জিনাল দু’জনেই কর্মসূত্রে লন্ডনে থাকতেন। সম্প্রতি তাঁরা হ্যামশায়ারের সাদাম্পটনে নতুন বাড়িতে উঠেছিলেন। দু’জনেরই বাড়ি থেকে বলা হয়েছিল, তাঁরা যেন সময়মতো গুজরাতে চলে আসেন।
আরও পড়ুন:
পরিবারের লোকজনদের কথা ফেলতে পারেননি জিনাল এবং বৈভব। সাদাম্পটন থেকে মে-র শেষের দিকে বৈভব এবং জিনাল অহমদাবাদে তাঁদের বাড়িতে আসেন। গত ২ জুন জিনালের সাধের অনুষ্ঠান করা হয়। সেখানে আত্মীয়স্বজন, বন্ধুরা সকলেই হাজির হয়েছিলেন। দম্পতির এক বন্ধু নীরব পটেল বিবিসি-কে বলেন, ‘‘বৈভব এবং জিনাল সন্তান হওয়ার বিষয়টি নিয়ে খুব খুশি ছিল। লন্ডন থেকে আসার দু’দিন আগে আমাকে ফোন করে জানিয়েছিল। আমি এবং বৈভব একসঙ্গে অনেক জায়গা গিয়েছি।’’
তিনি আরও জানিয়েছেন, বৈভবের কাজের জন্য ফিরতে হচ্ছিল লন্ডনে। তাই তাঁরা ১২ জুন লন্ডনে ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু লন্ডনে আর ফেরা হল না দু’জনের। এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে ২৪১ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যেই ছিলেন বৈভব এবং জিনাল। গত ১২ জুন বিমান দুর্ঘটনায় যাত্রী, ক্রু সদস্য, পাইলট-সহ ২৪১ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৭৪।