সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি বিজ্ঞপ্তিতে কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশের উপরে স্থগিতাদেশ দিয়েছিল। তার পরেও কলকাতা হাই কোর্ট প্রতি সপ্তাহে একের পর এক নির্দেশ জারি করে চলেছে বলে সুপ্রিম কোর্টে অভিযোগ তুলল রাজ্য সরকার। যা শুনে আজ প্রধান বিচারপতি বি আর গাভাই মন্তব্য করেছেন, সে ক্ষেত্রে রাজ্য সরকার আদালত অবমাননার মামলা দায়ের করুক। আজ প্রধান বিচারপতি জানিয়েছেন, ওবিসি বিজ্ঞপ্তি নিয়ে জটিলতার জেরে জয়েন্ট এন্ট্রান্স, নার্সিংয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে যে ভর্তি আটকে রয়েছে, তা নিয়ে আগামী বৃহস্পতিবার রাজ্যের আবেদনের শুনানি হবে।
রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ নিয়ে যে নতুন তালিকা প্রকাশ করেছিল, তাতে কলকাতা হাই কোর্ট গত ১৭ জুন স্থগিতাদেশ দেয়। গত ২৮ জুলাই হাই কোর্টের রায়কে ‘আপাত ভাবে ভ্রান্ত’ ও ‘আশ্চর্যজনক’ বলে আখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশের উপরে স্থগিতাদেশ জারি করে। ফলে রাজ্যের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি ও নিয়োগের ক্ষেত্রে নতুন ওবিসি তালিকা অনুযায়ী সংরক্ষণ দেওয়ার রাস্তা খুলে যায়। কিন্তু গত সপ্তাহে কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ নির্দেশ দেয়, ওবিসি সংরক্ষণের পুরনো নিয়ম মেনেই রাজ্যে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে হবে। আসন্ন এবং বর্তমানে চলতে থাকা সব নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রেও সংরক্ষণের পুরনো নিয়মই মানতে হবে।
হাই কোর্ট ১৫ দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করে মেধা তালিকা প্রকাশ করতে বলেছিল। এর পরেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ওবিসি মামলায় অন্তর্বর্তী আর্জি দায়ের করে। সোমবার শুনানি কথা থাকলেও তা হয়নি। সুপ্রিম কোর্টের নথি অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ওই মামলার শুনানি হতে পারে। তাই আজ রাজ্য প্রধান বিচারপতির কাছে হাই কোর্টের নতুন নির্দেশের বিরুদ্ধে রাজ্যের অন্তর্বর্তী আর্জির জরুরি ভিত্তিতে শুনানির মৌখিক অনুরোধ জানায়। প্রধান বিচারপতি বলেন, বৃহস্পতিবার শুনানির তালিকা থেকে এই মামলা বাদ যাবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)