'পকেটে ১০ টাকা আছে?' গাড়ি কিনতে গিয়ে বিক্রয় প্রতিনিধির অবজ্ঞা আর কটাক্ষের জবাব দিতে এক ঘণ্টার মধ্যে ফের সেই শো-রুমে গিয়ে উপস্থিত হলেন কৃষক। কর্নাটকের কৃষক ও গাড়ি শো-রুমের বিক্রয় প্রতিনিধির বিতণ্ডায় শোরগোল নেটমাধ্যমে। অবশেষে ওই কৃষকের কাছে ক্ষমা চাইলেও তিনি আর ওই শো-রুম থেকে গাড়ি কেনেননি বলে খবর।
ঠিক কী ঘটেছিল? গত শুক্রবার কর্নাটকের টুমাকুরুর মাহিন্দ্রা শো-রুমে গাড়ি কিনতে গিয়েছিলেন পেশায় কৃষক কেম্পেগৌড়া। ইচ্ছে ছিল একটি বোলেরো পিক-আপ ভ্যান কিনবেন। কিন্তু শো-রুমে ঢুকে তাঁকে যে এভাবে অপমানিত হতে হবে ভাবেননি ওই কৃষক। অবশ্য অপমানিত হয়ে সেখান থেকে চলেও আসেননি তিনি। বরং এর পর ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন ওই বিক্রয় প্রতিনিধি। আর সিনেমার নায়কের কেতায় কৃষকের উত্তর শোরগোল তুলেছে নেটমাধ্যমে। আলোড়ন তুলেছে ভাইরাল ভিডিয়ো। এমনকি টুইটারে অনেকে ট্যাগ করেছেন স্বয়ং আনন্দ মাহিন্দ্রাকেও।