বাজি ভর্তি আনারস খেয়ে হাতির মৃত্যুর ঘটনায় গত কয়েক দিন ধরে তোলপাড় সারা দেশ। সেই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানাল কেরল সরকার। এই ঘটনার তদন্ত করতে উচ্চ পর্যায়ের তদন্ত দল গঠন করা হয়েছে।
আনারসের ভিতর বাজি ভরে দিয়েছিল কিছু অবিবেচক নিষ্ঠুর মানুষ। তা খেয়ে গত সপ্তাহে কেরলে মৃত্যু হয়েছিল একটি গর্ভবতী হাতির। নৃশংস এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসতে হইচই পড়ে যায় দেশ জুড়ে। চারিদিকে ওঠে নিন্দার ঝড়। রাজনীতিক থেকে ব্যবসায়ী, ক্রীড়া ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ— সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ বিষয়টি নিয়ে গত দু’দিন ধরে সরব হয়েছেন। তার পরই হাতির মৃত্যুর তদন্ত ও এর সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানাল কেরলের প্রশাসন। তিন জন সন্দেহভাজনকে ঘিরে ইতিমধ্যেই শুরু করা হয়েছে তদন্ত। একজনকে আটকও করা হয়েছে। বনবিভাগের কর্মীরা তাঁকে নিজেদের হেপাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। যদিও ওই ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
কেরলের মমল্লপ্পুরমে হাতির মৃত্যুর ঘটনার উপর নজর রাখছে কেন্দ্রও। কেরলের কাছে বিষয়টি নিয়ে নোটও চাওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বিষয়টি নিয়ে টুইট করেছেন। ঘটনার নিন্দা করে তিনি বলেছেন, ‘‘বাজি দিয়ে প্রাণী হত্যা করা ভারতীয় সংস্কৃতি নয়।’’ ঘটনার তদন্ত হবে ও অপরাধীদের রেহাই পেতে দেবেন না বলেও জানিয়েছেন তিনি।