মাঝ-আকাশে বিমানসেবিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল এক তথ্যপ্রযুক্তি কর্মীকে। সম্প্রতি দুবাই থেকে হায়দরাবাদগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়ানে ঘটনাটি ঘটেছে। বিমানটি অবতরণ করামাত্রই গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি কেরলের বাসিন্দা। ৩৪ বছর বয়সি ওই যুবক সৌদি আরবের এক সংস্থায় সফট্অয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত। অভিযোগ, গত ২৯ নভেম্বর দুবাই থেকে হায়দরাবাদগামী একটি উড়ানে এক মহিলা কেবিন ক্রু সদস্যকে যৌন হেনস্থা করেন ওই যুবক। এর পর বিমানটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হয় তাঁকে। মামলা দায়ের হয় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায়। আদালতে হাজির করানোর পর আপাতত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
‘নির্যাতিতা’ বিমানসেবিকার অভিযোগ, ওই যুবক মত্ত অবস্থায় বিমানে উঠেছিলেন। মাঝ-আকাশে ওই কর্মীর সঙ্গে ‘অশালীন’ আচরণ করতে শুরু করে দেন তিনি। তাঁকে আপত্তিজনক ভাবে স্পর্শও করা হয় বলে অভিযোগ। এমনকি, বিমানটি হায়দরাবাদে অবতরণের পর ওই যুবক বিমানসেবিকার কাছে গিয়ে জানান, তিনি তাঁর পাসপোর্টটি আসনে ফেলে এসেছেন। সেটি খুঁজতে ওই মহিলা ফের ভিতরে যান। গিয়ে দেখেন, ওই যাত্রীর আসনে কোনও পাসপোর্ট নেই, বরং একটি টিস্যু পেপারে লেখা রয়েছে নানা কুরুচিকর মন্তব্য। এর পরেই ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয়।