মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণের পর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে একনাথ শিন্ডেকে। বিধানসভায় তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি। সে কারণেই শনি ও রবিবার মহারাষ্ট্র বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হল।
জানা গিয়েছে, দু’দিনের ওই বিশেষ অধিবেশনের প্রথম দিন স্পিকার নির্বাচন করা হবে। কংগ্রেসের নানা পাটোলের ইস্তফার পর থেকে স্পিকার পদটি ফাঁকা রয়েছে মহারাষ্ট্র বিধানসভায়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে মহারাষ্ট্রের ২০তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেন একনাথ। তার পরই উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন দেবেন্দ্র ফডণবীস।