আল কায়েদা এবং অন্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগের অভিযোগে সম্প্রতি পুণে থেকে এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। এ বার তদন্তে আরও নতুন তথ্য উঠে এল ধৃত ইঞ্জিনিয়ার জ়ুবের হঙ্গরগেকরের বিরুদ্ধে। জানা যাচ্ছে, ওই ইঞ্জিনিয়ারের পুরোনো একটি মোবাইলে এক পাকিস্তানির নম্বর ‘সেভ’ করা ছিল। তবে ওই পাকিস্তানির বিষয়ে তদন্তকারীদের কাছে সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি তিনি।
ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর ওই পুরোনো মোবাইল থেকে বেশ কিছু সন্দেহজনক তথ্যও উদ্ধার করেছে পুলিশ। মোবাইলের ফরেন্সিক বিশ্লেষণ করে পাওয়া গিয়েছে আল কায়েদা সংক্রান্ত কিছু পিডিএফ ফাইল। আধিকারিক সূত্রে খবর, সেগুলিতে আল কায়েদার ভারতীয় শাখা (একিউআইএস)-র বিষয়ে উল্লেখ ছিল। তবে ওই পিডিএফগুলি অভিযুক্ত ডিলিট করে দিয়েছিলেন। এ ছাড়া নিহত আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের পুরোনো একটি বক্তৃতার উর্দু অনুবাদ পাওয়া গিয়েছে। মোবাইল থেকে মিলেছে একে-৪৭ প্রশিক্ষণের কিছু ছবিও।
আরও পড়ুন:
তদন্তে উঠে এসেছে ঠাণের বাসিন্দা এক শিক্ষকের নামও। সংবাদসংস্থা পিটিআই অনুসারে, মহারাষ্ট্র এটিএস-এর এক আধিকারিক জানান, ধৃত ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় বসে গোপন বৈঠক সেরেছেন। তার মধ্যে রয়েছে ঠাণের ওই শিক্ষকের বাড়িও। ওই শিক্ষককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এটিএস আধিকারিকেরা। তবে ওই শিক্ষক এই মামলায় অভিযুক্ত নন। তদন্তকারী সংস্থা সূত্রে আরও জানা যাচ্ছে, ধৃত ই়ঞ্জিনিয়ারের মোবাইলে মোট পাঁচটি বিদেশি নম্বর সেভ করা ছিল। তার মধ্যে একটি পাকিস্তানের। বাকিগুলির মধ্যে দু’টি সৌদি আরবের, একটি কুয়েতের এবং অপর একটি ওমানের। তাঁর মোবাইলের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই নম্বরগুলিতে তাঁকে কোনওদিন ফোন করতে দেখা যায়নি।