দেশ জুড়ে ক্রমশই বেড়ে চলা নারী নির্যাতনের ঘটনা এড়াতে মহিলাদের হাতে নতুন হাতিয়ার তুলে দিতে এগিয়ে এল মহারাষ্ট্র সরকার। মহিলাদের সুরক্ষার জন্য একটি বিশেষ ধরনের নেকলেস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্যের সরকার।
নারী নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তৈরি এই বিশেষ ধরনের নেকলেসে থাকবে জিপিএস সিস্টেম এবং প্যানিক বাটন। জরুরী পরিস্থিতিতে বা হঠাৎ কোনও বিপদের মুখোমুখি হলে, এই নেকলেসের মধ্যে থাকা প্যানিক বোতামটির মাধ্যমে মহিলারা পুলিশকে সংকেত পাঠাতে পারবেন।
রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (গ্রামীন) দীপক কেশরকার সম্প্রতি এই ঘোষণা করে জানান যে, সরকার খুব তাড়াতাড়ি এই প্রকল্পের ব্যপারে সিদ্ধান্ত নিতে চলেছে। এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলে এই প্যানিক বোতাম সহ নেকলেস ১০০০ টাকা বা তারও কমে পাওয়া যাবে। এই ধরনের নেকলেস বিদেশের বহু দেশে পাওয়া গেলেও, ভারতে এই ধরনের নেকলেসের প্রচলন এর আগে ছিলনা। কেশরকার আরও জানান যে, আগামী এক মাসে প্রকল্পটি চূড়ান্ত করা হবে এবং সরকারের পক্ষ থেকে দরপত্র ডাকা হবে।