মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি জোটের সরকারকে ‘অটো রিক্সা’ বলে কটাক্ষ করেছিলেন দেবেন্দ্র ফড়ণবীস। ‘তিন চাকার’ সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। তার জবাব দিলেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধ্বব ঠাকরে। তিনি পাল্টা বলেছেন, তাঁর হাতে ‘অটো রিক্সা’র স্টিয়ারিংয়ের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে।
মহারাষ্ট্রে মহা বিকাশ আগাড়ি জোট সরকারের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দলীয় মুখপত্র ‘সামনা’য় দেবেন্দ্র ফড়ণবীসের মন্তব্যের জবাব দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমার সরকারের ভবিষ্যৎ বিরোধীদের হাতে নেই। স্টিয়ারিং আমার হাতেই রয়েছে। তিন চাকার গাড়ি, অটো গরিব মানুষের যানবাহন। এক জন তা চালান। বাকি দু’জন যাত্রীর আসনে বসে থাকেন।’’
কত দিন মহারাষ্ট্রে জোট সরকার থাকবে, সেই প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের নাম না করেই উদ্ধব শ্লেষের সুরে পাল্টা প্রশ্ন করেছেন, ‘‘সরকারের মেয়াদ সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত— এই জল্পনা হচ্ছে কেন?’’ তাঁর মতে, ‘‘এখনই এই সরকার ফেলে দেওয়া হোক, কারণ ওরা সরকার ফেলে দিয়েই আনন্দ পায়। কিছু মানুষ গঠনমূলক কাজ করে আনন্দ পান, আবার কিছু লোক ধ্বংস চালিয়ে আনন্দ পান। আপনারা যদি ধ্বংস করে সুখ পান তা হলে এগিয়ে যান।’’ এর পরই তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘আপনারা বলেন, গণতান্ত্রিক নিয়মের বিরোধিতা করেই মহারাষ্ট্রে জোট সরকার তৈরি হয়েছে। কিন্তু আপনারা যখন সরকার উল্টে দেন, তখন কি গণতন্ত্র রক্ষিত হয়?’’