পার্টিতে মদ পরিবেশন করা নিয়ে গোলমালের জেরে বন্ধুকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের অজমেঢ়ে। এই ঘটনায় গত শুক্রবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম মদন কাথাট (৪৫)। তাঁর সঙ্গে ২৬ বছর বয়সি রাজকরণের বন্ধুত্ব ছিল। দু’জনে মিলে পার্টি করছিলেন। পার্টি চলাকালীন মদ বিতরণ নিয়ে তাঁদের মধ্যে গোলমাল বাধে। তার জেরেই ওই ব্যক্তিকে তাঁর বন্ধু খুন করেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ নভেম্বর বৈশালী নগর এলাকা থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। তাঁর দেহ শণাক্ত করার পর খবর দেওয়া হয় পরিবারকে। এর পর অভিযুক্ত ব্যক্তির ছেলে পুলিশে অভিযোগ দায়ের করেন। এর পরই তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুন:
যে এলাকায় তাঁরা পার্টি করছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সিসিটিভিতে রাজকরণকে নিহত ব্যক্তির সঙ্গে দেখা যায়। এর পরই ওই যুবককে পাকড়াও করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরই বন্ধুত্বের বিষয়টি জানা যায় বলে পুলিশ সূত্রে খবর।