পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল গুজরাত পুলিশ। মঙ্গলবার সুরত থেকে ৩৩ বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দীপক কিশোর ভাই সালুঙ্খে নামে ওই যুবককে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চ। ধৃত যুবক সুরতের ভুবনেশ্বরী নগর এলাকার বাসিন্দা। এলাকায় একটি দোকান রয়েছে তাঁর।
আরও পড়ুন:
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করতেন বলে অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় তদন্তের জন্য ধৃত যুবককে গুজরাত পুলিশের ‘স্পেশাল অপারেশনস গ্রুপ’(এসওজি)-এর হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, টাকার বিনিময়ে ভারতীয় নাগরিক ও আধিকারিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতেন ওই যুবক। হামিদ ও কাশিফ নামে পাকিস্তানের দুই ‘হ্যান্ডলার’-এর সঙ্গে ধৃতের নিয়মিত যোগাযোগ ছিল। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।