Advertisement
১১ মে ২০২৪
Saree

Suicide: বউ ঠিক মতো শাড়ি পরতে পারে না! সুইসাইড নোট লিখে আত্মঘাতী স্বামী

মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল সমাধানের। সুইসাইড নোটে সমাধান অভিযোগ করেছেন যে, স্ত্রী এমন আচরণে তিনি খুবই অসন্তুষ্ট।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৭ মে ২০২২ ১৯:১৭
Share: Save:

স্ত্রী ঠিক মতো শাড়ি পরতে পারেন না। ঠিক মতো কথাও বলেন না। হাঁটেনও না ঠিক মতো। এমনই অভিমানী অভিযোগ তুলে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন এক ব্যক্তি।

মৃতের নাম সমাধান সাওলে। মহারাষ্ট্রের মুকুন্দনগরের বাসিন্দা। মঙ্গলবার তাঁর নিজের ঘর থেকে দেহ উদ্ধার করে পুলিশ। সমাধানের ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা ছিল, ‘আমার স্ত্রী ঠিক মতো শাড়ি পরতে পারে না। হাঁটে না ঠিক করে। আমার সঙ্গে ঠিক মতো কথাও বলে না।’

মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল সমাধানের। পুলিশ জানিয়েছে, সমাধানের থেকে তাঁর স্ত্রী বছর ছয়েকের বড়। সুইসাইড নোটে সামধান অভিযোগ করেছেন, স্ত্রী এমন আচরণে তিনি খুবই অসন্তুষ্ট।

তবে শুধুমাত্র শাড়ি ঠিক মতো না পরার জন্য এক জন ব্যক্তি আত্মহত্যা করতে পারে, এ কথা মানতে পারছে না খোদ পুলিশও। তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Saree Suicide Wife Husband maharashtra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE