৫০০ টাকা নিয়ে গোলমালের জেরে সহকর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নভি মুম্বইয়ের। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।
নিহত যুবকের নাম ভিকি চিন্দালিয়া (২৭)। গত ৮ অগস্ট পানভেল রেলস্টেশনের কাছে তাঁর দেহ উদ্ধার করা হয়। তার পরেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, স্টেশনের কাছেই ওই যুবক কাজ করতেন। এক সহকর্মীর সঙ্গে ওই এলাকাতেই থাকতেন তিনি।
আরও পড়ুন:
এর পরেই ওই সহকর্মীর ভূমিকা তদন্তকারীদের আতশকাচের তলায় আসে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তার পরেই ওই সহকর্মী সচিন শিন্ডেকে পাকড়াও করে পুলিশ। বৃহস্পতিবার অওরঙ্গাবাদে নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় শিন্ডেকে।
জেরায় পুলিশের কাছে শিন্ডে খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি। পুলিশ সূত্রে খবর, শিন্ডের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়েছিলেন ভিকি। পরে দু’জনে মিলে মদ্যপান করছিলেন। সেই সময় ৫০০ টাকার ধার মেটানো নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়। তার পরই ভিকিকে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ উঠেছে শিন্ডের বিরুদ্ধে।