আটায় থুতু মিশিয়ে সেই আটা দিয়ে রুটি তৈরি করছেন যুবক! এমনই ভিডিয়ো ‘ভাইরাল’ হল উত্তরপ্রদেশে। তা নিয়ে তুমুল নিন্দা শুরু হতেই দ্রুত পদক্ষেপ করল পুলিশ। গ্রেফতার করা হল ওই যুবককেও।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) দেখা যাচ্ছে, একটি বিয়ের অনুষ্ঠানে রুটি তৈরি করছেন এক যুবক। রুটি বেলার সময় আটার দলায় থুতু ফেলতেও দেখা যাচ্ছে তাঁকে। তার পর সেই রুটিই সেঁকে সরিয়ে রাখছেন ওই যুবক। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তৎপর হয় পুলিশ। তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম দানিশ। ভিডিয়োর সূত্র ধরেই তাঁকে শনাক্ত করেছে পুলিশ। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। সিনিয়র পুলিশকর্তা তেজবীর সিংহ জানিয়েছেন, একটি বিয়ের অনুষ্ঠানে রুটিতে থুতু ফেলার জন্য বুলন্দশহর থেকে দানিশকে গ্রেফতার করা হয়েছে। কেন ওই যুবক এমন কাণ্ড ঘটালেন, তা জানতে তদন্ত চলছে।