Advertisement
১১ মে ২০২৪
Wildfire

নাগাল্যান্ড থেকে দাবানল ছড়াল মণিপুরে, বাড়ছে আতঙ্ক

জনপ্রিয় ট্রেকিং রুট ও পর্যটনস্থল জুকো উপত্যকা লাগোয়া জুকো পাহাড়ে ট্রেকিং রুটের কাছেই মঙ্গলবার আগুন জ্বলতে দেখা যায়।

দাবানলের আগুন ক্রমশ ছড়াচ্ছে।

দাবানলের আগুন ক্রমশ ছড়াচ্ছে।

সংবাদ সংস্থা
ইম্ফল শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৩:৩৮
Share: Save:

নাগাল্যান্ডের জুকো রেঞ্জ থেকে দাবানল ক্রমে ছড়িয়ে পড়ছে মণিপুরে। পরিস্থিতি সামাল দিতে মণিপুর সরকার ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(এনডিআরএফ) এবং সেনার সহযোগিতা চেয়ে পাঠিয়েছে।

গত মঙ্গলবার মণিপুরের সীমান্ত লাগোয়া নাগাল্যান্ডের জুকো রেঞ্জে বনে আগুন লেগে যায়। সেই আগুন ধীরে ধীরে এগোতে এগোতে বৃহস্পতিবার মণিপুরের সেনাপতি জেলায় ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার হেলিকপ্টারে করে সেনাপতি জেলার পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাহায্য চেয়ে পাঠান। শুক্রবার জুকোউ উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখার পর সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন শাহ। এ দিন টুইট করে বীরেন সিংহ বলেন, ‘অমিত শাহজি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wildfire Manipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE