লাল কাপড়ে মোড়া ৩৬টি অস্থিকলস। মঞ্চে নরেন্দ্র মোদী, অমিত শাহ। সঙ্গে রাজনাথ সিংহ, সুষমা স্বরাজ। আর অটলবিহারী বাজপেয়ীর পরিবারের সদস্যরা।
ঠিকানা— ১১, অশোক রোড। যে ঠিকানায় বাজপেয়ীর হাত ধরে এক সময়ে দুই থেকে প্রায় দু’শো হয়েছে বিজেপি। দলের কাছে এটি ‘পয়মন্ত’ ঠিকানা। মৃত্যুর পরে তাঁর দেহ এই ঠিকানা না ছুঁলেও আজ এল অস্থিকলস। মোদী-শাহরা রাজ্য বিজেপি সভাপতিদের হাতে সেটা তুলে দিলেন। রাজ্যে হবে যাত্রা। সব ‘পবিত্র’ নদীতে হবে অস্থি বিসর্জন।
এই সেই ঠিকানা, যেখান থেকে ছ’মাস আগে পাট চুকিয়ে নতুন ঝাঁ চকচকে দফতরে গিয়েছে দল। আনুষ্ঠানিক ভাবে বিজেপি ঘোষণা করেছিল, লাটিয়েন্স দিল্লিতে অশোক রোডের এই বাংলোটি তারা ফিরিয়ে দিচ্ছে। তা হলে সেখানেই কেন এলেন প্রধানমন্ত্রী? ঘটা করে অনুষ্ঠানও হল?