Advertisement
২৫ এপ্রিল ২০২৪
hindu

Muslim: রামদেবের শেষ যাত্রায় কাঁধ দিলেন রিজওয়ান, হিন্দু কর্মচারীর শেষকৃত্য মুসলিম পরিবারের

২৫ বছর ধরে তাঁদের দোকানে কাজ করতেন রামদেব। সেই কর্মীর শেষযাত্রায় কাঁধ দিলেন মুসলিম কর্তা। সাম্প্রদায়িক সম্প্রীতির নজির পটনায়।

কর্মীর শেষযাত্রায় শামিল হলেন মুসলিম মালিক।

কর্মীর শেষযাত্রায় শামিল হলেন মুসলিম মালিক।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৭:৪৩
Share: Save:

দীর্ঘদিন তাঁদের হোসিয়ারির দোকানে কাজ করতেন এক হিন্দু কর্মী। সেই কর্মীর শেষযাত্রায় শামিল হলেন মুসলিম মালিক। রামদেবের দেহ কাঁধে করে শ্মশানে নিয়ে গেলেন মহম্মদ রিজওয়ান খান। সম্প্রীতির নজির দেখা গেল পটনায়।

পটনায় হোসিয়ারির দোকান রয়েছে মহম্মদের। সেখানে গত ২৫ বছর ধরে কাজ করতেন রামদেব। তাঁকে পরিবারের সদস্যের মতোই দেখতেন মহম্মদ। গত সপ্তাহে মারা গিয়েছেন রামদেব। বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর শেষকৃত্যে শুধু মহম্মদ নন, আরও অনেক মুসিলম প্রতিবেশী শামিল হন।

রিজওয়ানের কথায়, ‘‘রামদেব আমার বাবার মতোই ছিলেন। যখন আমার দোকানে কাজ খুঁজতে এসেছিলেন, তখন তাঁর বয়স ৫০-এর কাছাকাছি। আমি বলেছিলাম, আপনি ভারী কাজ পারবেন না। রামদেব বলেন, তিনি হিসাবের কাজ দেখতে পারবেন।’’

রিজওয়ান আরও বলেন, ‘‘শেষদিকে বয়সের ভারে আর কাজ করতে পারছিলেন না রামদেব। আমি তাঁকে বিশ্রাম নিতে বলেছিলাম। এও বলেছিলাম, বেতন পাঠিয়ে দেব। সেই নিয়ে চিন্তা করতে হবে না।’’ রামদেব ছিলেন তাঁর অভিভাবকের মতোই, বললেন রিজওয়ান।

গত কয়েক দিনে বেশ কিছু হিংসার ঘটনা সামনে এসেছে। এ সবের সত্যতা মানতে চাননি রিজওয়ান। বললেন, ‘‘টিভিতে যা দেখানো হচ্ছে, তা ঠিক নয়। কোনও বাচ্চা আঘাত পেলে তাঁর ধর্ম জানতে চাই না। আগে ওষুধ দিই। তেমনই হিন্দুরা আমাদের অনুষ্ঠানে আসেন। আমরা ওঁদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hindu Muslim patna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE