Advertisement
E-Paper

এক বছরে দেশে রেলে দুর্ঘটনায় ২১ হাজারের বেশি মৃত্যু! লাইন পারাপার করতে গিয়ে বিপদে পড়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে বাংলা

২০২৩ সালে ওড়িশার বালেশ্বরে বাহানাগা বাজার রেলস্টশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। এনসিআরবি-র রিপোর্ট অনুসারে, ওই বছরে রেলে মোট ২৪,৬৭৮টি দুর্ঘটনা ঘটেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১৮:০২
২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বৃদ্ধি পেয়েছে রেলে দুর্ঘটনা।

২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বৃদ্ধি পেয়েছে রেলে দুর্ঘটনা। —ফাইল চিত্র।

২০২৩ সালে দেশে রেলে দুর্ঘটনায় মোট ২১,৮০৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে। ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড্‌স ব্যুরো’ (এনসিআরবি)-র সদ্যপ্রকাশিত রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। রিপোর্ট অনুসারে, রেললাইন পারাপারের জন্য সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ।

২০২৩ সালে ওড়িশার বালেশ্বরে বাহানাগা বাজার রেলস্টশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। তিনটি ট্রেনের সংঘর্ষ হয়েছিল সেই সময়। ওই দুর্ঘটনায় ২৯৫ জনের মৃত্যু হয়। জখম হন ১২০০-র বেশি যাত্রী। এনসিআরবি-র রিপোর্ট অনুসারে, ওই বছরে রেলে মোট ২৪,৬৭৮টি দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে ৫৬টি ঘটনায় চালকের ত্রুটি ধরা পড়েছে। এ ছাড়া প্রযুক্তিগত সমস্যা, রেললাইনের ত্রুটি , সেতু বা সুড়ঙ্গের সমস্যার কারণে ঘটেছে ৪৩টি দুর্ঘটনা।

রেলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, যাত্রীদের ট্রেন থেকে পড়ে যাওয়া বা চলন্ত ট্রেনে ধাক্কা খাওয়ার ফলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। মোট দুর্ঘটনার প্রায় ৭৫ শতাংশই (১৮,৪৮০টি) এই সব কারণে ঘটেছে। ট্রেন থেকে পড়ে গিয়ে বা চলন্ত ট্রেনের ধাক্কায় ওই বছরে মৃত্যু হয়েছে ১৫,৮৭৮ জনের। যা ওই বছরে রেলে দুর্ঘটনায় মোট মৃত্যুর প্রায় ৭২.৮ শতাংশ। এই ধরনের দুর্ঘটনা সবচেয়ে বেশি হয়েছে মহারাষ্ট্রে। সেখানে সাড়ে পাঁচ হাজারেরও বেশি এমন দুর্ঘটনা ঘটেছে।

ওই বছর সার্বিক ভাবেও রেলে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে মহারাষ্ট্রে। মোট দুর্ঘটনার প্রায় ২২.৫ শতাংশ (৫,৫৫৯টি) হয়েছে সে রাজ্যে। এর পরেই রয়েছে উত্তরপ্রদেশ। রেলে মোট দুর্ঘটনার প্রায় ১৩ শতাংশ (৩,২১২টি) ঘটেছে সেখানে। রেলে দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে এই দুই রাজ্যেই। মহারাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৩,৪৪৫ জন এবং উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৩,১৪৯ জনের। ওই বছরে গোটা দেশে রেলে দুর্ঘটনায় জখম হয়েছেন ৩,০১৪ জন। তার মধ্যে শুধু মহারাষ্ট্রেই ২,১১৫ জন জখম হয়েছেন।

ওই বছরে রেললাইন পারাপার করতে গিয়ে মোট ২,৪৮৩টি দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে উত্তরপ্রদেশে (১,০২৫টি)। তাতে মৃত্যু হয়েছে ১,০০৭ জনের। এর পরে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে ২০২৩ সালে লাইন পারাপার করতে গিয়ে ৮০৫টি দুর্ঘটনা ঘটেছে। তাতে ৫৮১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মধ্যপ্রদেশে লাইন পার করতে গিয়ে ৩৭৫টি দুর্ঘটনা ঘটেছে ওই বছরে। এনসিআরবি-র তথ্য অনুসারে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে রেলে দুর্ঘটনার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে রেলে মোট ২৩,১৩৯টি দু্র্ঘটনা ঘটেছিল। ২০২৩ সালে তা ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ২৪,৬৭৮।

Rail Accident NCRB Report
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy