E-Paper

ইরান: অশনি সঙ্কেত দেখছে নয়াদিল্লি

কূটনৈতিক শিবিরের মতে, ভারতের প্রধান উদ্বেগ আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাত বড় চেহারা নিলে হরমুজ় প্রণালী দিয়ে নৌ চলাচল বন্ধ হয়ে যাবে অথবা ব্যাহত হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০৯:০৪

—প্রতীকী চিত্র।

তেহরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ক্ষীণ হলেও ইরানের অস্থিরতা ভারতকে বহুস্তরীয় বিপদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ইরানে সরকার-বিরোধী আন্দোলনের তীব্রতা বাড়া এবং তাতে দমননীতির পরিপ্রেক্ষিতে এমনটাই মনে করছে সাউথ ব্লক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ এক্স-এ জানিয়েছেন, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি তাঁকে ফোন করেছিলেন। দুই বিদেশমন্ত্রী ইরান এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

কূটনৈতিক শিবিরের মতে, ভারতের প্রধান উদ্বেগ আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাত বড় চেহারা নিলে হরমুজ় প্রণালী দিয়ে নৌ চলাচল বন্ধ হয়ে যাবে অথবা ব্যাহত হবে। সেই সঙ্গে তেলের দাম হবে আকাশছোঁয়া। বাড়বে তেল আমদানি এবং তার বিমার খরচ। ভারতের উপর মূল্যবৃদ্ধির চাপ পড়বে, অর্থনীতি আরও ধাক্কা খাবে। যদি সরাসরি আমেরিকা ইরানের মধ্যে সংঘাত না-ও হয়, সে দেশে রাজনৈতিক অস্থিরতার ফলে শক্তিক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হবেই। পাশাপাশি, ইরানে বসবাসকারী ভারতীয়দের জীবনসংশয় এবং তাঁদের নিরাপত্তা নিয়েও মাথা ঘামাতে হচ্ছে নয়াদিল্লিকে। ইরানের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আজ ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। আজ বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘ইরানের ঘটনাবলির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের আবারও কঠোর ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে, ইরান ভ্রমণ এড়িয়ে চলুন’। গত ৫ জানুয়ারিও বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের যথাযথ সতর্কতা অবলম্বন করতে এবং বিক্ষোভস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল।

ইরানের অশান্তিতে ভারতের অত্যন্ত মূল্যবান দু’টি যোগাযোগ প্রকল্প বিশ বাঁও জলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। চাবাহার বন্দরের উন্নয়নে ভারত সক্রিয়, মধ্য এশিয়ায় পণ্য রফতানিতে এই বন্দরের গুরুত্ব যথেষ্ট। পাকিস্তানকে এড়িয়ে ইরানের মাধ্যমে এই বাণিজ্য ভারতের জন্য লাভজনক। পাশাপাশি, ভারত থেকে পশ্চিম এশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত যে অর্থনৈতিক করিডরের (আইএমইসি) পরিকল্পনা করা হয়েছিল, তা ক্রমশ ভেস্তে যাওয়ার পথে। ইজ়রায়েল ও ইরান সংঘাত বাড়লে সুয়েজ় খাল হয়ে লোহিত সাগরের পথে আমেরিকা, আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের চিরাচরিত জলপথ বাণিজ্যও অনিশ্চিত হয়ে যাবে। ইতিমধ্যেই গত অগস্টে এই সংঘাত শুরুর সময় থেকেই ভারতীয় রফতানিকারী সংস্থাগুলি সমস্যার মধ্যে পড়েছে বলে সূত্রের খবর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Iran Diplomacy Trade Deal US Tariff

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy