সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের ক্ষোভ মেটাতে চান তিনি, শুক্রবার জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল হিসেবে শপথ নিয়ে এ কথা জানিয়েছেন মনোজ সিংহ। বলেছেন, এই কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়ন এবং শান্তিই তাঁর অগ্রাধিকার।
গিরিশচন্দ্র মুর্মুকে সরিয়ে জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল করা হয়েছে বিজেপি নেতা মনোজকে। প্রাক্তন উপরাজ্যপাল মুর্মুকে সিএজি প্রধানের পদে বসানো হয়েছে। এ দিন রাজভবনে মনোজকে শপথবাক্য পাঠ করান জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল। শপথ নেওয়ার পরে মনোজ বলেন, "জম্মু-কাশ্মীর ভারতের স্বর্গ। আমাকে এখানে একটি সুযোগ দেওয়া হয়েছে। ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। বহু বছর কিছুটা বিচ্ছিন্ন থাকার পরে জম্মু-কাশ্মীর মূলস্রোতে এসেছে। এখানে অনেকগুলি প্রকল্প শুরু হয়েছে।
এই প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার অগ্রাধিকার।" সেইসঙ্গে তিনি জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন, তাঁদের ক্ষোভের কথা গুরুত্ব দিয়ে শোনা হবে এবং তা দূর করার চেষ্টা করা হবে।