রাজনৈতিক মেরুকরণের জন্য স্বচ্ছতা হারাচ্ছে ভারত। এমনটাই মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। শনিবার সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয় ভারত একটা রাজনৈতিক মেরুকরণ-পর্বের মধ্য দিয়ে যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে, দীর্ঘ সময় ধরে বহু সংঘাত চলছে।”
এই সূত্রেই নোবেলজয়ী এই অর্থনীতিবিদ স্বচ্ছতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে সওয়াল করেন। অভিজিতের কথায়, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং স্বচ্ছতা।” তাঁর বক্তব্য, স্বচ্ছতা না থাকলে বিভিন্ন ক্ষেত্রের পরিসংখ্যানও স্পষ্ট হবে না। আর এর ফলে বিশ্বের বিনিয়োগকারীদের কাছে ভারত রহস্যাবৃতই থেকে যাবে।
আরও পড়ুন:
বিনিয়োগ নিয়ে অভিজিৎ বলেন, “কোন নীতি নিয়ে চলা হচ্ছে, মানুষ তা জানতে চায়। মানুষ জানতে চায়, নির্দিষ্ট কোনও সংস্থার উপর বেশি নজর দেওয়া হচ্ছে কি না।” একই সঙ্গে তাঁর সংযোজন, “যত ক্ষণ না আমাদের নীতি এবং সংবাদমাধ্যম স্বচ্ছ হচ্ছে, তত ক্ষণ ভারত বিশ্বের কাছে রহস্যাবৃত থেকে যাবে।”
তবে বিদেশি বিনিয়োগ টানার ক্ষেত্রে ভারত ‘উল্লেখযোগ্য ভাল’ কাজ করেছে বলে জানিয়েছেন অভিজিৎ। তবে ডলারের নিরিখে টাকার অবমূল্যায়ন নিয়েও সতর্ক করেছেন তিনি। সব শেষে অভিজিতের সংযোজন, “আমার ধারণা অভ্যন্তরীণ মেরুকরণ আমাদের স্বচ্ছতার প্রতি দায়বদ্ধতাকে লঘু করে দিচ্ছে। বিশ্বের দৃষ্টিকোণ থেকে ভারত এখন কিছুটা রহস্যময়।”