জীবনের ঝুঁকি নিয়ে দু’টি চলন্ত গাড়ির মাঝে দাঁড়িয়ে স্টান্ট করতে গিয়ে গ্রেফতার হলেন নয়ডার এক যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজীব। অজয় দেবগণ অভিনীত ‘গোলমাল’ ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে নায়ককে এ ভাবেই স্টান্ট করতে দেখা গিয়েছিল। অনুকরণ করে স্টান্ট করতে গিয়ে নিজেরই বিপদ ডেকে আনলেন রাজীব।
পুলিশ জানিয়েছে, রাস্তার মধ্যে দু’টি চলন্ত এসইউভির বনেটে দু’পা রেখে দাঁড়িয়ে ছিলেন রাজীব। সেই স্টান্টের ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজীবের খোঁজে নামে পুলিশ। শুধু এসইউভি নয়, বাইক নিয়েও ভিড় রাস্তায় স্টান্ট করতেও দেখা গিয়েছে তাঁকে। ভিডিয়োর সূত্র ধরেই রাজীবকে নয়ডায় সোরাখা গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।