অযোধ্যার এ বারের ‘দীপোৎসব’-কে ইতিহাসের পাতায় তুলে রাখার প্রস্তুতি শুরু হয়েছে। রবিবার থেকেই অযোধ্যায় শুরু হচ্ছে এই উৎসব। আর এই উৎসব সেজে উঠবে লক্ষ লক্ষ প্রদীপে। গিনেস রেকর্ড তৈরি করার পথে এগোচ্ছে অযোধ্যা।
সরযূ নদীর ধারের ৫৬টি ঘাটে (রাম কি পাড়ি) হবে প্রদীপ প্রজ্বলন। মোট ২৬ লক্ষ ১১ হাজার ১০১টি প্রদীপ জ্বলবে। গত বছরের রেকর্ড ভেঙে আবার নতুন রেকর্ড গড়ার প্রস্তুতি তুঙ্গে। প্রতি বছরই দীপাবলি উপলক্ষে প্রদীপ জ্বালানোর এই রীতি পালন করে অযোধ্যা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, ২৬ লক্ষের বেশি জ্বলন্ত প্রদীপ চোখ এবং মন জুড়িয়ে দেবে।
কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা দলে দলে এই উদ্যোগে শামিল হয়েছেন। ১০ হাজারের বেশি মানুষ জড়িত ‘দীপোৎসব’-এ। প্রথমে প্রদীপগুলিকে নির্দিষ্ট ‘সজ্জা’য় সাজানো হয়েছে। তার পরে তাতে তেল ঢালা হবে। সন্ধ্যায় জ্বালানো হবে প্রদীপগুলি।
আরও পড়ুন:
শুধু প্রদীপ জ্বালানো নয়, এ বারের ‘দীপোৎসব’-এ ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধন ঘটবে। রামায়ণের বিভিন্ন কাহিনী আকাশে ফুটিয়ে তুলবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ১১০০টি ড্রোন। আকাশে ঘুরে বেড়ানো ড্রোনের মাধ্যমে ফুটে উঠবে রাম, মৃতসঞ্জীবনী গাছ আনতে গিয়ে হনুমানের গন্ধমাদন উত্তোলন, রাম সেতু ও রাম মন্দির-সহ একাধিক চিত্র। থাকছে বিশেষ আবহের ব্যবস্থাও। আলোর মাধ্যমে ফুটে উঠবে ‘ত্রেতা যুগ থকে নব অযোধ্যা’ থিম।