Advertisement
২৭ এপ্রিল ২০২৪
ONGC

ONGC Helicopter: ৯ জনকে নিয়ে আরব সাগরে জরুরি অবতরণ ওএনজিসির কপ্টারের, চলছে উদ্ধারকাজ

বম্বে হাই এলাকায় ওএনজিসি-র ‘সাগর কিরণ রিগ’-এর কাছে ৭ জন যাত্রী ও দু’জন চালককে নিয়ে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ১৩:৪৪
Share: Save:

অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)-এর হেলিকপ্টারের জরুরি অবতরণ। হেলিকপ্টারটিতে দুই চালক-সহ মোট ৯ জন ছিলেন। তার মধ্যে চার জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। উদ্ধারকাজ চলছে।

টুইটে ওএনজিসি জানিয়েছে, বম্বে হাই এলাকায় তাদের ‘সাগর কিরণ রিগ’-এর কাছে ৭ জন যাত্রী ও দু’জন চালককে নিয়ে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি। উদ্ধারকারী নৌকার সাহায্যে প্রথমে চার জন এবং পরে আরও এক জনকে উদ্ধার করা হয়েছে। পুরোদমে উদ্ধারকাজ চলছে।

তবে কেন ওএনজিসির কপ্টারটিকে জরুরি অবতরণ করতে হল, তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, এ বছরের ১৫ জানুয়ারি ভারতের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ বিপিন রাওয়াত একটি হেলিকপ্টারে যাচ্ছিলেন। খারাপ আবহাওয়ার কারণে সেই কপ্টার মাঝ আকাশে ভেঙে পড়ে। মৃত্যু হয় সস্ত্রীক রাওয়াত-সহ ১৩ জনের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

ONGC Helicopter Emergency Landing mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE