গত ১৫ বছর ধরে আমেরিকা থেকে কত জন অবৈধবাসী ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে বৃহস্পতিবার সংসদে তার একটি তথ্য দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এ বার কত জন ভারতীয় বিদেশের জেলে বন্দি, সংসদে শুক্রবার সেই তথ্য তুলে ধরল বিদেশ মন্ত্রক।
বিদেশের জেলগুলিতে কোথায় কত ভারতীয় বন্দি রয়েছেন সেই তথ্য সংসদে জানতে চাওয়া হয় বিদেশ মন্ত্রকের কাছে। লিখিত আকারে লোকসভায় সেই তথ্য দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তিনি জানিয়েছেন, বিদেশের জেলগুলিতে মোট ১০ হাজার ১৫২ জন বন্দি রয়েছেন। তার মধ্যে বিচারাধীন বন্দিও রয়েছেন।
বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, ৮৬টি দেশে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত ভারতীয়দের সংখ্যা ১০ হাজারের বেশি। যে সব দেশের জেলগুলিতে বন্দি রয়েছেন ভারতীয়েরা, সেগুলি হল— সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, নেপাল, পাকিস্তান, আমেরিকা, শ্রীলঙ্কা, স্পেন, রাশিয়া, ইজ়রায়েল, চিন, বাংলাদেশ এবং আর্জেন্টিনা।
সৌদির জেলে বন্দি ২,৬৩৩ ভারতীয়। সংযুক্ত আরব আমিরশাহিতে বন্দি ২,৫১৮ জন। নেপালের জেলে রয়েছেন ১,৩১৭ জন। শ্রীলঙ্কা এবং পাকিস্তান যথাক্রমে ২৬৬ এবং ৯৮ জন। কাতারের জেলগুলিতে কত জন ভারতীয় বন্দি রয়েছেন, সে বিষয়েও প্রশ্ন ওঠে। তখন মন্ত্রকের তরফে জানানো হয়, সেখানে ৬১১ জন ভারতীয় বন্দি রয়েছেন। পাশাপাশি এটাও উল্লেখ করা হয়, যে হেতু কাতার সরকারের আইন অত্যন্ত কঠোর এবং বন্দিদের সম্পর্কে কোনও তথ্য শেয়ার করতে চায় না তারা, তাই সেখানে কোথায় কত বন্দি রয়েছেন, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যায়নি বলে দাবি বিদেশ প্রতিমন্ত্রীর। তবে বিদেশের জেলগুলিতে ভারতীয় বন্দিদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে সরকার।